অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্য সহায়তায় বিলম্বের কারণে হতাশ হাইতির জনগণ


ত্রাণসামগ্রী ভর্তি ট্রাক অবরোধ করে রয়েছেন হতাশাগ্রস্ত হাইতির জনগণ, ২০শে অগাস্ট, ২০২১- এপি
ত্রাণসামগ্রী ভর্তি ট্রাক অবরোধ করে রয়েছেন হতাশাগ্রস্ত হাইতির জনগণ, ২০শে অগাস্ট, ২০২১- এপি

. শনিবার হাইতিতে গত সপ্তাহের ভূমিকম্পে সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য-সহায়তা না পৌঁছানোর কারণে উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে, যে ভূমিকম্পে ক্যারিবীয় দরিদ্র দেশটিতে ২০০০ 'র অধিক লোকের মৃত্যু হয়I ১৪ই আগস্টের ৭.২ মাত্রার ভূমিকম্পে বহু হাইতির জনগণের ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত ও জীবিকা ব্যাহত হয়েছে, যারা এখনো জানেন না, কি করে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবেনI

সহায়তা বিলম্বে পৌঁছানোর কারণে, জনগণ শুক্রবার থেকেই তাদের হতাশা ব্যক্ত করতে শুরু করেন এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে, লোকজনকে সহায়তা ট্রাকগুলিতে হামলা চালাতে দেখা যায়I

শনিবার, অন্য একটি খাদ্য সরবরাহ বিঘ্নিত হয়, যখন 'লে কায়েস' বিমান বন্দর সংলগ্ন একটি চার্চের কাছে হতাশাগ্রস্ত বিক্ষুদ্ধ জনতা সহায়তা কর্মীদের কাজে বাধা দেয়I হাইতিতে নিযুক্ত জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান, পিয়ের হনরা বলেন, "আমরা এখানকার অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিষয় উদ্বিগ্ন, যে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ জনগণের কাছে জরুরি সহায়তা বিঘ্নিত করতে পারে"I

XS
SM
MD
LG