অ্যাকসেসিবিলিটি লিংক

জিএসপির শর্ত কতোটুকু বাস্তবায়িত হয়েছে তা যাচাই করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল


যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বা জিএসপি ফিরে পেতে বেধে দেয়া ১৬টি শর্তের মধ্যে কতোটুকু বাস্তবায়িত হয়েছে তা সরেজমিন যাচাই-বাছাইয়ের জন্য সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। একই সাথে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য কর্মকর্তা পর্যায়ে আলোচনা করার লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের স্থগিতকৃত জিএসপি সুবিধা এখনো পর্যন্ত পুর্নবহাল হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি ফিরে পাওয়ার জন্য ডাটাবেইজ তৈরি, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এদিকে, ঢাকায় কর্মকর্তারা এবং গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ বলেছেন, যে শর্ত দেয়া হয়েছিল তার অধিকাংশই পূরণ করা হয়েছে। বিজিএমইএ’র ঊর্ধ্বতন সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG