অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ও গ্রীস উত্তেজনার মুখে


গ্রীস ও মিশর সম্প্রতি পূর্বাঞ্চলীয় ভূ-মধ্যসাগরে তুরস্কের তেল ও গ্যাস উত্তোলনের প্রয়াসকে বাধা দিতে একটি নৌচুক্তি স্বাক্ষর করেI এই চুক্তির বিরোধিতা করে তুরস্কের প্রেসিডেন্ট, রেসেপ তাইয়েফ এরদোয়ান পাল্টা কড়া ব্যবস্থা নিতে চলেছেন এবং দুটি দ্বীপের উপকূলীয় এলাকায় সম্ভব্য ড্রিলিং সাইটে গবেষণা জাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছেনI
এমতাবস্থায় গ্রীস, তাদের সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে সতর্ক থাকবার নির্দেশ দিয়েছেI
প্রেসিডেন্ট এরদোয়ান, প্রাথমিক ড্রিলিং শুরু করতে দুটি যুদ্ধজাহাজ বেষ্টিত, গবেষণা জাহাজ, Oruc Reisকে বিতর্কিত জলসীমায় পাঠিয়েছেন, এই আশংকায় যে, গ্রীস তাদের প্রবেশে বাধা দিতে পারেI

XS
SM
MD
LG