অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া এখন সারা পৃথিবী জুড়েই একটি সমস্যা। বাংলাদেশও তার বাইরে নয়। বাংলাদেশের প্রেক্ষিতে এই সমস্যা সম্পর্কে কথা বলেছেন জন্স হপকিন্স স্কুল অফ মেডিসিনের চিকিতসক গবেষক ডঃ নাকিবুদ্দীন।
এনিয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ওপর ভিত্তি করে শতরূপা বড়ুয়ার প্রতিবেদন শুনুন।