শুক্রবার জার্মানির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দেশের বর্তমান কোভিড সংক্রমণ পরিস্থিতি এখন এক জাতীয় দুর্যোগ সৃষ্টি করেছে এবং তা প্রশমিত করতে লক ডাউনসহ অবিলম্বেতারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন, যাতে এমনকি যারা টিকা নিয়েছেন, তারাও লোকডাউনের আওতায় পড়বেনI
জার্মানির সংক্রমণ রোগ বিষয়ক রবার্ট কচ ইনস্টিটিউট (RKI) শুক্রবার কোভিড-১৯ নতুন করে৫২,৯৭০ জনেরসংক্রমণের খবর দিয়েছে, যা কিনা টানা তৃতীয় দিনের মত ৫০,০০০ এর ওপরে নতুন সংক্রমণের সংখ্যাI যে সংক্রমণের হার প্রতি এক লক্ষে ৩৪০ এর বেশি।
বার্লিনে সংবাদ সম্মেলনে কচ ইনস্টিটিউট,আরকেআই'র প্রেসিডেন্ট, লোথার উইলার তাঁর উদ্বেগ চেপে না রেখে বলেন, "পুরো জার্মানি এখন এক মহা দুর্যোগের এলাকাI দেশজুড়ে যেন এক জাতীয় জরুরি পরিস্থিতি, আমাদেরকে এই জরুরি পরিস্থিতি ঠেকাতে হবে"I
উইলার সাংবাদিকদের জানান, তারা অনুমান করছেন যে জার্মানিতে এখন ৫ লক্ষের অধিক লোক কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন, যা কিনা এ যাবৎ রেকর্ডকৃত সর্বোচ্চ সংখ্যাI তিনি জানান, ৫ থেকে ১৪ বছরের শিশুদের মধ্যে এই সংক্রমণের হার ১ লক্ষে ৭০০'র ওপরেI
একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে,পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়ার মত তাদের নিজস্ব পরিস্থিতি মোকাবেলায় জার্মানিও লকডাউনে ফিরে যাবে কিনা, উত্তরে স্পাহান জানান, "আমাদের বিবেচনায় এখন সবই রয়েছে"I
এরই মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার, জার্মানির ১৬টি রাজ্যের গভর্নরদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনায় মিলিত হনI তারা সকলেই ৭ দিনের মেয়াদে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রতি এক লক্ষে নিম্নতম একটি নতুন সংখ্যা নির্ধারণে সম্মত হয়েছেনI