অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে বোরখা নিষিদ্ধ হচ্ছে


Germany, featuring the cities of Berlin, Hamburg, Munich, Cologne, Frankfurt, Essen, Dortmund, fStuttgart, Dusseldorf, and Bremen
Germany, featuring the cities of Berlin, Hamburg, Munich, Cologne, Frankfurt, Essen, Dortmund, fStuttgart, Dusseldorf, and Bremen

জার্মানিতে ধর্মীয় উগ্রবাদ রুখতে বোরখা নিষিদ্ধ হতে যাচ্ছে। সাম্প্রতিক কিছু জঙ্গি হামলার পটভূমিতে এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরে আজ দিনের শেষভাগে সরকারের কাছে এই প্রস্তাব পেশ করবেন। এই খসড়া প্রস্তাবে যেসব বিচারক বোরখা বা নেকাব পড়ে বিচারকাজ সম্পন্ন করেন তাদের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষতার জন্য নয়, নিরপেক্ষ অবস্থানের জন্যই এ চিন্তা-ভাবনা। যদিও এই খসড়া প্রস্তাব নিয়ে জার্মানির ভেতরেই প্রচুর সমালোচনা হচ্ছে। আইনজ্ঞরা বলছেন, এটা করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। ২০১৭ সনের সাধারণ নির্বাচনের আগেই অ্যাঙ্গেলা মার্কেলের সরকার এটাকে আইনে পরিণত করতে চায়। সর্বশেষ জরিপ অনুযায়ী, জার্মানিতে ৪৩ লাখ মুসলিম বসবাস করেন। কিন্তুসাম্প্রতিক সময়ে কয়েক লাখ শরনার্থী দেশটিতে প্রবেশ করেছে। এই খসড়া প্রস্তাবে চিকিৎসকদেরও এক ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। বলা হয়েছে, রোগীদের কোন কর্মকান্ডে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। উল্লেখ্য যে, ২০১০ সনে ফ্রান্সে বোরকা নিষিদ্ধ করা হয়। এই মুহুর্তে নেদারল্যান্ড ও বুলগেরিয়ায় বোরখা ও নেকাব বন্ধ করার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। ইতালি ও স্পেনে বোরখা আংশিক নিষিদ্ধ রয়েছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG