অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীতে শুরু হয়েছে ৭টি শিল্পোন্নত দেশের দুদিনের শীর্ষ সম্মেলন


U.S. President Barack Obama waves hand next to German Chancellor Angela Merkel (R) as they walk the streets in the Bavarian town of Kruen, Germany, June 7, 2015.
U.S. President Barack Obama waves hand next to German Chancellor Angela Merkel (R) as they walk the streets in the Bavarian town of Kruen, Germany, June 7, 2015.

৭টি শিল্পোন্নত দেশ নিয়ে গঠিত গ্রুপ অফ সেভেনের দুদিনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে জার্মানীতে। সম্মেলনে আলোচ্যসূচীতে অন্তর্ভুক্ত থাকছে ইউক্রেনের অব্যাহত লড়াই এবং গ্রীসের ঋণ সঙ্কট। জি সেভেনের নেতারা রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুটিন ছাড়াই, রবিবার বৈঠকে মিলিত হন।

ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক বলেন ইউরোপীয় ইউনিয়ন এবং জি সেভেনের নেতাদের, রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের দৃঢ় সনর্থন রয়েছে।

এর আগে রবিবার প্রেসিডেন্ট বারাক ওবামা জার্মান চ্যান্সেলর আংহেলা মার্কেলের সঙ্গে ব্যাভেরিয়ার একটি সুদৃশ্য গ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হন। বিনোদন এলাকায় উপস্থিত অনেকেই তাদের ঐতিহ্যবাহী পোশাক পোরে দুই নেতার ভাষণ শোনেন।

মি ওবামা বলেন তিনি জার্মান চ্যান্সেলরের সঙ্গে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিরুদ্ধে দাড়ানো সহ, যুক্তরাষ্ট্র ও জার্মানীর অভিন্ন ভবিষ্যৎ নিয়ে, আলোচনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

চ্যান্সেলর মার্কেল যুক্তরাষ্ট্রকে তার কথায় আমাদের বন্ধু ও শরীক বলে আখ্যায়িত করেন।

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বানিজ্য।

XS
SM
MD
LG