অ্যাকসেসিবিলিটি লিংক

দেশব্যাপী লকডাউনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন না জাঁ কাস্টিক্স


ফ্রান্সের প্রধানমন্ত্রী জাঁ কাস্টিক্স বৃহস্পতিবার বলেছেন করোনা মহামারী গুরুতর অবস্থায় থাকলেও তিনি মনে করেন না দেশব্যাপী লকডাউনের প্রয়োজন রয়েছে। তবে সংক্রমিত হওয়া থেকে নিজেকে এড়াতে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্যারিস থেকে করোনা মহামারী সংক্রান্ত ব্রিফিংয়ের সময় কাস্টিক্স বলেন ফ্রান্সে সংক্রমণের হার খুব বেশি হলেও এটি অক্টোবরের তুলনায় এখনও কম। তিনি হুঁশিয়ার করে বলেছেন পরিস্থিতির আরও অবনতি হলে সরকার লকডাউন করতে দ্বিধা করবে না।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন শুক্রবার থেকে মার্চ মাসের শেষ নাগাদ সরকার আরও ১৭ লক্ষ মানুষকে টিকা দেবে।

তিনি বলেন ফ্রান্স অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করতে শুরু করবে। ফাইজার-বায়নটেক এবং মোডার্নার ভ্যাকসিনগুলির মতো অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন নেই যার কারণে স্বাস্থ্য আধিকারিকদের আরও দ্রুত এই ভ্যাকসিন বিতরণ করতে পারবেন।

XS
SM
MD
LG