যুক্তরাষ্ট্রের একজন কেন্দ্রীয় বিচারক মেক্সিকো সীমান্তে আটক অভিবাসী শিশুদের মুক্তির আদেশ দিয়েছেনI বিচারক তাঁর রুলিংয়ে জানান ট্রাম্প প্রশাসন তাদের জন্য বেঁধে দেয়া ২০ দিনের মুক্তি-চুক্তি লঙ্ঘন করেছেI মানবাধিকার ও কনস্টিটিউশনাল ল সেন্টার আগাগোড়াই ট্রাম্প প্রশাসনের শিশুদের আটক রাখার নীতির বিরোধিতা করে আসছেI
প্রশাসনের বিরুদ্ধে সেন্টারের বিবৃতি দেয়া হয় ১৯৯৭ সালের FLORES AGREEMENT 'র ওপর ভিত্তি করে, যে চুক্তিতে বর্ণিত আছে যে, যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে লাইসেন্সকৃত নয় এমন শিবিরে ২০ দিনের মধ্যে শিশুদের মুক্তি দিতে হবেI