অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের ইসলামিক ষ্টেট বিদ্রোহীদের বিরুদ্ধে ফ্রান্সের বিমান অভিযান


ফ্রান্স জানিয়েছে যে তারা ইরাকের অভ্যন্তরে ইসলামিক ষ্টেট বিদ্রোহীদের বিরুদ্ধে এই প্রথম সফল্যের সংগে বিমান অভিযান চালিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের দপ্তর থেকে জানানো হয়েছে যে, ইরাকের উত্তরাঞ্চলে জংগীদের সাজ-সরঞ্জামের ঘাঁটিগুলোতে “রাফেল জেড” ঐ বিমান আক্রমণ চালায়। তারা আরো জানিয়েছে, যে ঘাঁটিগুলো তারা পুরোপুরি ধ্বংস করেছে।

ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে যে যুমার শহরের কাছে লক্ষ্যস্থলগুলোর ওপরে বিমান হামলা চলানো হয়।

ফ্রান্স জানিয়েছে যে আগামী দিনগুলোতে তারা আরো ততপরতা চালাবে।

XS
SM
MD
LG