যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তা, কলিন পাওয়েল সোমবার ৮৪ বছর বয়সে কভিড রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেনI এক বিবৃতিতে তাঁর পরিবারের তরফ থেকে এই খবর দেয়া হয়I
তাঁর পরিবারের তরফ থেকে ফেইসবুক পোস্টে জানানো হয়, "তিনি দুটি টিকাই নিয়েছিলেনI আমরা ওয়াল্টার রীড ন্যাশনাল মেডিকেল সেন্টারের চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাচ্ছিI আমরা একজন ভালো এবং স্নেহশীল স্বামী, পিতা, দাদা এবং মহান আমেরিকানকে হারালাম"I
চার তারকা খচিত সামরিক জেনারেল হিসাবে, তিনি ১৯৯১ সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের অধীনে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ'র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেনI তাঁর অধীনে যুক্তরাষ্ট্র পরিচালিত সেনাবাহিনী কুয়েত থেকে ইরাকি সেনাদের বিতাড়িত করেI
একজন মধ্যপন্থী ও বাস্তববাদী রিপাবলিকান হিসাবে জেনারেল পাওয়েল পরবর্তীতে রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের অধীনে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেনI