ফেইসবুক শুক্রবার জানায়, যে তারা ৬ই জানুয়ারী ক্যাপিটাল ভবনের হামলায় উস্কানি দেবার জন্য প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা বজায় রাখছে এবং দু বছরের জন্য তাঁর জন্য ফেইসবুক ব্যবহার নিষিদ্ধ করছেI
ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট, নিক ক্লেগ শুক্রবার জানান, "এই সময় অতিবাহিত হলে জন নিরাপত্তার ঝুঁকি কমেছে কিনা, সে ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে খোলার সিদ্ধান্ত নেয়া হবে"I
৬ই জানুয়ারী, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প, ওয়াশিংটনে আগত তাঁর সমর্থকদের তাঁর পরাজয়ের সিদ্ধান্তকে বাতিল করতে এবং জো বাইডেনের বিজয়ের সত্যয়নকে বাধা দিতে "সেভ আমেরিকা মার্চ" বাআমেরিকার মার্চ বাঁচাও এবং "ফাইট লাইক হেল" বা মরণপণ যুদ্ধ করে যাও স্লোগান দিয়ে উসকানি যুগিয়েছিলেনI
ফেইসবুকের সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করে ট্রাম্প বলেছেন, এটা আমার রেকর্ড সংখ্যক অনুরাগী এবং যে অসংখ্য জনগণ ২০২০ সালের জালিয়াতিপূর্ণ নির্বাচনে ভোট দিয়েছিলেন, তাদের প্রতি অপমানজনক"I