শব্দ কিংবা বাক্যের প্রসঙ্গ এবং অনুসঙ্গ জানা না থাকলে ভুল করার অবকাশ থেকেই যায়। যেমন জিহাদ শব্দটির যে অর্থ নিজের বিরুদ্ধে , নিজের রিপুর বিরুদ্ধে সংগ্রাম করা সেই অর্থের প্রচলন আমরা কম দেখি , দেখি যুদ্ধ অর্থে এর ব্যবহার সেজন্যই লক্ষ্য করি যে উগ্রবাদিরা এখন , কোন রকম পরিবেশ বা প্রেক্ষাপট বিবেচনা না করেই জিহাদকে সরাসরি লড়াই হিসেবেই দেখছে।জিহাদের ধর্মীয় অর্থে তাঁরা এক ধরণের পরিবর্তন সাধন করেছেন। জিহাদের যে অর্থটা হলো সব কিছু ভালোর জন্য সংগ্রাম করা সেই অর্থে জিহাদকে এখন ব্যাখ্যা করছে না জঙ্গিরা। তাদের বিবরণে জিহাদের আগ্রাসী রূপটাই যেন প্রকাশ পাচ্ছে, জিহাদ সেখানে যুদ্ধে রূপান্তিরত । আর এই পুরোনো কাহিনীটাই বহু দিন ধরে চলে আসছে। আসল বিষয়টি হচ্ছে মুসলিম উগ্রবাদিরা ইসলামের ব্যাপারে এক পেশে ধারণা পোষণ করে এসছে।