গত সপ্তার অনুষ্ঠানে উগ্রবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে কথিত ইসলামি উগ্রবাদের সহিংস আক্রমণ যে কেবল অমুসলিমদের লক্ষ্য করে ঘটছে তা নয় , বরঞ্চ এই হামলার শিকার হচ্ছেন বহু মুসলমানও । আমরা বলেছিলাম মিশরের একটি সুফি মসজিদে হামলার কথা যেখানে তিন শ লোক নিহত হন এবং বলাই বাহুল্য, তাঁরা সকলেই ছিলেন মসলমান। আমরা লক্ষ্য করেছি, সুফিদের উপর বার বার আক্রমণ হয়েছে , বহু জায়গায় সুফিদের সমাধি নির্মূল করেছে আইসিস, এই অভিযোগ পাওয়া যায় প্রায়শই।
ইসলাম কেন বস্তুত যে কোন ধর্মের সঙ্গে রাজনীতির সহাবস্থান সম্ভব নয় কারণ দর্শনগত ভাবে রাজনীতি এবং ধর্মের অবস্থান বিপরীত মেরুতে। রাজনীতি হচ্ছে যুক্তির বিষয় ধর্ম হচ্ছে বিশ্বাস ও ভক্তির বিষয় । হাসান মাহমুদ এ প্রসঙ্গে বলেন যে পবিত্র কোরানকেও রাজনীতির বই কিংবা আইনের বই হিসেবে গণ্য করা ঠিক নয়