অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে ইউরোপ আরো ত্রাণ সাহায্য বাড়াচ্ছে


ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক ষ্টেটের জংগীদের প্রচন্ড আক্রমাণের কারনে যে হাজার হাজার ইরাকী যেখান থেকে পালানোর চেষ্টা করছে তাদের জন্য ইউরোপ ত্রাণ সাহায্য আরো বাড়াচ্ছে।

বৃটেন এবং ফ্রান্স মংলবার ইয়াজিদী শরনার্থী এবং অন্যান্য ধর্মীয় সংখ্যা লঘুদের সাহায্যের জন্য পানি, খাদ্য এবং সৌর শক্তি চালিত বাতি বিমান যোগে সেখানে ফেলেছে। শরনার্থীরা মাউন্ট সিনজার পর্বতের শীর্ষে আটকা পড়ে আছেন।

বৃটেন বলছে, তারা ইরাকের উত্তরাঞ্চলের প্রায় ৭০ লক্ষ্ ডলারের সাহায্য সামগ্রী পাঠাচ্ছে এবং ঐ স্থানের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য সেখানে টর্নাডো নজরদারী বিমান পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG