অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন প্রকরণ সনাক্ত: ইউরোপীয় ইউনিয়ন সেখানে ভ্রমণ নিষিদ্ধ করছে


দক্ষিণ আফ্রিকা থেকে বিমান উড়ানে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় জোহানেসবার্গের টাম্বো বিমানবন্দরে এয়ার ফ্রান্সের ফ্লাইট ধরতে জনতা ভিড় করেছেন, ২৬শে নভেম্বর, ২০২১, ছবি জেরোম ডিলে/এপি
দক্ষিণ আফ্রিকা থেকে বিমান উড়ানে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় জোহানেসবার্গের টাম্বো বিমানবন্দরে এয়ার ফ্রান্সের ফ্লাইট ধরতে জনতা ভিড় করেছেন, ২৬শে নভেম্বর, ২০২১, ছবি জেরোম ডিলে/এপি

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি ঘোষণা করেছে যে দক্ষিণ আফ্রিকায় নতুন প্রকরণের ভাইরাস শনাক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষিদ্ধ করতে সম্মত হয়েছেI

টুইটার মারফত ইউরোপীয় ইউনিয়নে স্লোভেনিয়ার প্রেসিডেন্সি জানায় ই.ইউভুক্ত ২৭টি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি জরুরি পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে সাময়িকভাবে সকল ভ্রমণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেI

ইউরোপীয় কমিশনের মুখপাত্র, এরিক ম্যামের টুইটার মারফত জানান, এসব নিষেধাজ্ঞা বতসোয়ানা, এসওয়াটিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে'র বেলায় প্রযোজ্য হবেI

ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকার সমূহকেও ঐসব দেশে সফর নিরুৎসাহিত করতে পরামর্শ দেয়া হয়েছেI এই ২৭টি দেশের প্রতিটি দেশই যখন চাইবে তখনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেI ইতিমধ্যেই তাদের অনেকেই নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছেI

ইউরোপীয় কর্মকর্তারা জানান, বিশ্বের অন্যত্র, অন্য দেশগুলো যেমন হংকং, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেলজিয়াম, যেখানে নতুন করে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে , সেসব দেশের বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নিI

XS
SM
MD
LG