মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, ইজিপ্ট এয়ার ৮০৪ কেন বিধ্বস্ত হয় সে বিষয়ে জল্পনা কল্পনা করার ব্যাপারে, রবিবার সংবাদ মাধ্যমকে সতর্ক রে দেন। প্রেসিডেন্ট বলেন সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনি এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করেন। তিনি বলেন “এখন পর্যন্ত সব কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আমরা এ বিষয়ে আলোচনা করবো না এবং বলব যে এই ঘটনাই ঘটেছে।”
ডামিয়েটায় একটি সারের কারখানা উদ্বোধনের সময় ভাষণ দেওয়ার সময় তিনি মন্ত্রীবৃন্দ ও সাংসদদের বলেন তদন্ত চালাতে অনেক সময় লাগতে পারে। তিনি বলেন তদন্তকারীরা কোন উত্তর পেলেই জনগণকে জানানো হবে।