অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে সরকারি লক্ষ্যস্থলের উপর হামলা


মিশরে সন্দেহভাজন চরমপন্থীরা সোমবার পৃথক কয়েকটি আক্রমণে নিরাপত্তা বাহিনীর ৯ জন সদস্যকে হত্যা করেছে। এর একদিন আগে ইসলামপন্থী ও পুলিশদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।

একটি হামলায় মুখোশ পরা বন্দুকধারীরা ইসমাইলিয়া শহরের কাছে এক নিরাপত্তা চৌকীর কাছে টহল রত সেনাদের উপর গুলিবর্ষন করে। ৬ জন সৈনিক নিহত হয়। দক্ষিণাঞ্চলের সাইনাই উপদ্বীপে নিরাপত্তা বিভাগের কার্যালয়ে এক গাড়ি বোমা বিস্ফোরিত হওয়ার পরপরই ওই ঘটনা ঘটে।

সাইনাইয়ের ওই ঘটনায় তিন জন পুলিশ নিহত হয় আহত হয় বহু মানুষ।

সোমবারেই কায়রোর উপকন্ঠে অন্তত দুটি রকেট চালিত গ্রেনেড হামলা হয় দেশের প্রধান স্যাটেলাইট স্টেশনের আবাসন চত্বরে।
XS
SM
MD
LG