অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে প্রতিবাদকারীরা সমাবেশ অব্যাহত রেখেছে, কর্তৃপক্ষের হুশিয়ারি স্বত্বেও


মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি’র সমর্থকরা তাকে পুনর্বহাল করার দাবি জানিয়ে তাদের সমাবেশ অব্যাহত রেখেছে যদিও কর্তৃপক্ষ হশিয়ারি দিয়েছে যে সরকার হয়ত শীঘ্রই তাদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দেওয়ার পদক্ষেপ নেবে।

৩রা জুলাই সামরিক বাহিনী যে মি মোরসি কে ক্ষমতাচ্যুত করে, সেই কার্যব্যবস্থার বিরুদ্ধে মতামত জানাতে, কায়রোতে দুটি স্থানে সমর্থকরা নিয়মিত সমবেত হয়।

পশ্চিমী ও আরব মধ্যস্থতাকারীরা এবং মিশর সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তা, নতুন রক্তপাতের আশংকায়, সেনা বাহিনীকে বোঝাতে চেষ্টা করছে তারা যেন প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার জন্য বলপ্রয়োগ না করে।
XS
SM
MD
LG