অ্যাকসেসিবিলিটি লিংক

ইকওয়েডরে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ২৩৫


Ecuador Earthquake
Ecuador Earthquake

ইকওয়েডরে এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দাড়িয়েছে এখন ২৩৫এ। অন্তত ১৫০০ মানুষ আহত হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট হরহে গ্লাস জরুরী কর্মীদের নির্দেশনা অমান্য না করার জন্য জনগনের প্রতি আবেদন জানাচ্ছেন।

তিনি বলেন " জরুরী কর্মীদের তত্ত্বাবধানে নাগরিকদের সরানো হচ্ছে। এবং তা করা হচ্ছে সুশৃঙ্খল ভাবে। আমরা সবার প্রতি আবেদন জানাচ্ছি ধীর স্থির থাকার জন্য। এই সময় আমাদের প্রয়োজন নাগরিক ও গণসেবা কর্মীদের মধ্যে সর্বোচ্চ মাত্রায় যথাসম্ভব সমন্বয় সাধন করা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপের সূত্রে বলা হয়েছে শনিবার রাতে দক্ষিণ আমেরিকার ওই দেশের তীরবর্তী এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

১৭০ কিলোমিটার দূরে রাজধানী কিটোতে ভূকম্পন অনূভুত হয়। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও সেল ফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

XS
SM
MD
LG