বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিন অর্থনীতিবিদ তাদের কাজের জন্য, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী হিসেবে ভারতীয় বংশদ্ভুত আমেরিকান অভিজিৎ ব্যানার্জি, ফরাসি আমেরিকান এস্তার ডুফলো এবং আমেরিকান মাইকেল ক্রেমারের নাম ঘোষণা করে।
ডুফলো হচ্ছেন নোবেলের ইতিহাসে দ্বিতীয় মহিলা যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন।
একাডেমি থেকে বলা হয় অর্থনীতিবিদরা, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সবচাইতে উত্তম পন্থা বার করার নতুন পথ দেখিয়েছেন। শিশুদের স্বাস্থ্য বা শিক্ষা এ ধরনের প্রশ্নের উপর তারা মনোযোগ দিয়েছেন।
একাডেমি থেকে আরও বলা হয় “তাদের একটি গবেষণার ফলে সরাসরি ভাবে ভারতে ৫০ লক্ষের বেশী শিশু, স্কুলে সংশোধনমূলক শিক্ষাক্রমের জন্য উপকৃত হয়েছে। আরেকটি উদাহরন হচ্ছে প্রতিরোধক মূলক স্বাস্থ্য চিকিৎকার ব্যাপক ভর্তুকি দেওয়ার নীতি বহু দেশে শুরু করা হয়েছে।”
নোবেল বিজয়ীরা ৯ লক্ষ ১৫ হাজার ৩০০ ডলার পুরস্কার সম ভাবে ভাগ করে নেবেন।