বাংলাদেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্বের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ৩০ অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা। আর সে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপ করেছে। সেসব সংলাপে কি ধরনের প্রস্তাব পাওয়া গেছে এবং নির্বাচন কমিশনের করনীয় কি তা জানতেই আমাদের আজকের আলাপন। আজকের আলাপনের বিষয় ছিল "নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ ও বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন।"
এতে অতিথি হিসাবে ছিলেন ঢাকা থেকে সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক সেনা কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপপের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।