অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলায় আক্রান্ত বৃটিশ নার্স এখন সুস্থ


ইবোলা ভাইরাসে আক্রান্ত এক বৃটিশ নার্সকে চিকিতসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রয়াল ফ্রি লন্ডন হাসপাতাল বুধবার জানিয়েছে, ইউলিয়াম পুলেকে পরিক্ষামূলক ওষুধ জিম্যাপ দিয়েও ১০ দিন চিকিতসা করা হয়।

সিয়েরা লিয়নে কাজ করার সময় গত মাসে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হন।

পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী শুরুর পর থেকে এপর্যন্ত ১৫’শ মানুষ মারা গিয়েছে এবং গিনি, লাইবেরিয়া, সিরিয়ালিয়ন, নাইজেরিয়া এবং সেনেগালে অন্তত ৩ হাজারের মত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ডক্টরস ইউথআউট বডার্স মংগলবার জানিয়েছে যে ইবোলা আক্রমণ প্রতিরোধ করা যাচ্ছে না। তারা সর্তক করেছেন যে বিত্তশালী দেশগুলো যদি পশ্চিম আফ্রিকায় বিশেষজ্ঞ দল না পাঠায় তাহ’লে এই সংক্রমণ রোধ করা সম্ভব হবে না।

XS
SM
MD
LG