অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নাইজেরিয়া এখন ইবোলা মুক্ত


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নাইজেরিয়া এখন ইবোলা মুক্ত। গত ৪২ দিনে সেখানে কোন নতুন ইবোলা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, রুই গামা বলেছেন, এটা একটি বিরাট সাফল্য।

ইবোলার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে নাইজেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়েছে ২০জন, মারা গেছে ৮জন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন সোমবার একটি বিবৃতিতে নাইজেরিয়ার স্বাস্থ্য কর্মীদের ইবোলা প্রতিরোধে কাজ করার জন্য প্রশংসা করেছেন। তবে তিনি বাইরে থেকে আগত লোকজনের স্বস্থ্য পরিক্ষা করাসহ সেখানে ইবোলা বিরোধী ততপরতা বজায় রাখার নির্দেশ নিয়েছেন।

নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শক্তিশালী নেতৃত্ব এবং সমন্বয়ের কারণেই এই রোগ প্রতিরোধ সফল হয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেনেগালকে ইবোলামুক্ত ঘোষণা করে।

XS
SM
MD
LG