অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকা থেকে আসা বিমানের চাকায় লুকিয়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করল নেদারল্যান্ডস পুলিশ


রানওয়েতে অপেক্ষমাণ বিমান। (ছবি- অ্যাডোবে স্টক)
রানওয়েতে অপেক্ষমাণ বিমান। (ছবি- অ্যাডোবে স্টক)

দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি কার্গো বিমানের সামনের চাকায় লুকিয়ে থাকা এক ব্যক্তিকে, নেদারল্যান্ডের পুলিশ উদ্ধার করেছে বলে, একজন মুখপাত্র রবিবার জানিয়েছেন।

নেদারল্যান্ডস-এর সামরিক পুলিশের মুখপাত্র, জোয়্যান হেলমন্ডস বলেন যে, ধারণা করা হচ্ছে, জোহানেসবার্গ থেকে বিমানটি ছাড়ার আগে, অজ্ঞাতপরিচয় ঐ ব্যক্তি লুকিয়ে বিমানটিতে উঠে পড়েন।

এএফপিকে তিনি বলেন, “ব্যক্তিটিকে বিমানের সামনের চাকার অংশে জীবিত অবস্থায়ই পাওয়া যায়। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

হেলমন্ডস বলেন যে, পুলিশ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, “তিনি যে বেঁচে আছেন সেটিই একটি আশ্চর্যজনক ঘটনা।”

জোহানেসবার্গ থেকে অ্যামসটারড্যাম এ আসতে প্রায় ১১ ঘন্টা সময় লাগে।

তিনি জানান যে, নেদারল্যান্ডস-এ এভাবে লুকিয়ে আসার ঘটনা খুব একটা ঘটে না। এর আগের এমন ঘটনার মধ্যে, নাইজেরিয়া ও কেনিয়া থেকে অভিবাসন-প্রত্যাশীদের আসার ঘটনা ঘটেছিল।

গত বছর, শিপল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের, সামনের চাকার অংশ থেকে, নাইজেরিয়ার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।

XS
SM
MD
LG