অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা যাবো-নূরুল হক নূর


ডাকসুর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সাধারণ ছাত্র পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। নয়া নির্বাচন, ভিসির পদত্যাগ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে তিন দিনের আল্টিমেটাম চলছে। শনিবার বিকেলে এই কর্মসূচি শেষ হবে। এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত ডাকসু কর্মকর্তাদের এক চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার বিকেল ৪টায় গণভবনে এই চা-চক্র হওয়ার কথা। সাধারণ ছাত্র পরিষদ থেকে নবনির্বাচিত ভিপি নূরুল হক নূর কি এই চা-চক্রে যোগ দেবেন? নূরকেই সরাসরি প্রশ্ন করেছিলাম। চটজলদি জবাব দিলেন। বললেন, দেশের প্রধানমন্ত্রী ডেকেছেন। অবশ্যই যাব।
নূর বলেন, চায়ের দাওয়াতে অন্য প্রসঙ্গ আসবে কিনা জানি না। যদি আসে আমরা আমাদের কথা বলবো। উল্লেখ্য যে, গত ১১ই মার্চ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের অনিয়ম নিয়ে নানা বিতর্কের মধ্যে আন্দোলনও চলছে। দাবি আদায়ের লক্ষ্যে অনশন অব্যাহত রয়েছে। শুক্রবার অনশনরত শিক্ষার্থীদের পক্ষে এক ভুখা মিছিল বের করা হয়।
ওদিকে প্রশাসন শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে নিশ্চুপ রয়েছে। উপাচার্য অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, নয়া নির্বাচনের কোনো সুযোগ নেই।

ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG