আমেরিকার গোপন নজরদারী কর্মসূচীর কথা ফাঁসকারী এডোওয়ার্ড স্নোডেন তার অস্থায়ী বাসস্থান মস্কো বিমান বন্দরের ট্রানজিট এলাকা দৃশ্যত ত্যাগ করছেন। তবে তাঁর আইনজীবি বলেন রাশিয়ায় আশ্রয়ের ব্যাপারে আমেরিকার কাছ থেকে যে প্রবল বাঁধা এসেছিল সে কারনে তাকে বিমান বন্দরে আরো কিছু সময়ের জন্য রাখা হবে।
রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে দেশের ভেতরে প্রবেশ করার আইন সংগত কাজগপত্র হস্থান্তর করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে্র গোয়েন্দা সংস্থার সাবেক কনট্রাক্টার স্নোডেন এখন বিমান বন্দর ত্যাগ করতে পারবেন।
স্নোডেন প্রথমে হংকংএ পালিয়ে যান এবং পরে এক মাস তিনি মস্কো বিমান বন্দরে অবস্থান করেন। সেখান থেকে তিনি বিভিন্ন দেশে আশ্রয়ের চেষ্টা চলান যাতে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনিত গুপ্তচরবৃত্তির অভিযোগগুলো এড়াতে পারেন।
যুক্তরাষ্ট্রে স্নোডেনকে বিচারের মুখোমুখী করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়া থেকে তাকে বহিষ্কার করার যে অনুরোধ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুটিন তা নাকোচ করে দিয়েছেন। ল্যাটিন আমেরিকার বামপন্থী তিনটি সরকার ভ্যানেজুয়েলা বলেভিয়া এবং নিকারাগুয়া স্নোডেনকে আশ্রয় দিতে চেয়েছে।