জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অস্কার ফার্নান্ডেজ তারাঙ্কো যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ প্রশ্নে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক ও এরই অংশ। এই কথাটি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। অন্যদিকে বিএনপি অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা:
আমির খসরু জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে টেলিফোনে শুভকামনা জানিয়েছেন। ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সার্ক ভূক্ত দেশগুলো সফর করবেন বলে জানা গেছে।
সদ্য প্রকাশিত Reporters Without Borders ‘এর ২০১৪ সালের প্রতিবেদনে ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটির বাংলাদেশ সম্পর্কিত অংশ সম্পর্কে সিনিয়ার সাংবাদিক আবেদ খানের বিশ্লেষণ সহ এই রিপোর্টটি পাঠিয়েছেন, ঢাকা থেকে আমির খসরু: