অ্যাকসেসিবিলিটি লিংক

এবার শ্রী লংকায় করোনাভাইরাসের ডেল্টা প্রকরণ প্রকাশ


ভারতে প্রথম সনাক্ত করোনাভাইরাসের ডেল্টা প্রকরণ এখন প্রতিবেশি রাষ্ট্র শ্রী লংকায় সনাক্ত হয়েছে। শ্রী লংকার জয়ওয়ার্দেনেপুরা বিশ্ববিদ্যালয়ের এলার্জি, ইমিউনিটি এবং সেল বায়োলজি ইউনিটের পরিচালক ড. চন্দিমা জিওয়ান্দারা দ্য হিন্দু সংবাদপত্রকে বলেন,“ আমাদের কল্পনার বাইরে যে এই সময়টাতে এ রকম গুরুতর পরিস্থিতি সৃষ্টি হ’তে পারে”। তিনি বলেন, “আমরা এরই মধ্যে আলফা প্রকরণের প্রকট উপস্থিতি নিয়ে হিমসিম খাচ্ছি। ডেল্টা আমাদের জন্য বড় রকমের হুমকি কারণ আমাদের টীকা প্রদান নিম্ন পর্যায়ে রয়েছে ।

ভারতে প্রথম সনাক্ত করোনাভাইরাসের ডেল্টা প্রকরণ এখন প্রতিবেশি রাষ্ট্র শ্রী লংকায় সনাক্ত হয়েছে। শ্রী লংকার জয়ওয়ার্দেনেপুরা বিশ্ববিদ্যালয়ের এলার্জি, ইমিউনিটি এবং সেল বায়োলজি ইউনিটের পরিচালক ড. চন্দিমা জিওয়ান্দারা দ্য হিন্দু সংবাদপত্রকে বলেন,“ আমাদের কল্পনার বাইরে যে এই সময়টাতে এ রকম গুরুতর পরিস্থিতি সৃষ্টি হ’তে পারে”। তিনি বলেন, “আমরা এরই মধ্যে আলফা প্রকরণের প্রকট উপস্থিতি নিয়ে হিমসিম খাচ্ছি। ডেল্টা আমাদের জন্য বড় রকমের হুমকি কারণ আমাদের টীকা প্রদান নিম্ন পর্যায়ে রয়েছে । আর যাদের টীকা দেওয়া হয়েছে তাদের বেশির ভাগ পেয়েছে মাত্র এক ডোজ”। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী দু কোটি কুড়ি লক্ষ জনসংখ্যা অধ্যূষিত শ্রীলংকায় কভিডে সংক্রমিত হয়েছে দু লক্ষ তেত্রিশ হাজারের্ বেশি মানুষ।

এ দিকে শুক্রবার ইসরাইলের নতুন সরকার বলেছে করোনাভাইরাসের ফাইজারের যে টীকার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে তেমন ১৪ লক্ষ ডোজ টীকা তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রদান করবে। ইসরাইল আশা করছে সমপরিমাণ টীকা তারা এ বছরের শেষ নাগাদ পাবে। দখলকৃত পশ্চিম তীর এবং গাজা ভূখন্ডের ৪০ লক্ষ লোককে টীকা প্রদান না করার জন্য ইসরাইল সমালোচিত হয়েছে।

XS
SM
MD
LG