অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, বেড়েছে মৃত্যু


করোনা ভাইরাসের বিপজ্জনক ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এমন তথ্য উঠে এসেছে সরকারি এক গবেষণায়।বলা হচ্ছে, ওই গবেষণায় যে ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল তার ৪০টিতেই

ডেল্টা ভ্যারিয়েন্ট যেটি ভারতে প্রথম পাওয়া যায়,শনাক্ত হয়েছে।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ,খুলনা ও গোপালগঞ্জ থেকে সংগৃহিত নমুনার জিনোম সিকোয়েনসিং করে এ তথ্য প্রকাশ করে।

এই অবস্থার মধ্যে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি বাড়ার তথ্য জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এর আগের দিন মারা যান ৩৪ জন।সর্বশেষ একদিনে আরো ১ হাজার ৪৪৭ জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে।এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৮০১ জন।রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৩ শতাংশ।সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি জেলায় বিশেষ লকডাউন ঘোষণাকরা হয়েছে। সারা দেশে কার্যকর রয়েছে বিধি-নিষেধ। রোববার এর মেয়াদ শেষ হবে।নতুন করে আবার বিধি-নিষেধ কার্যকর হবে কিনা সে সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, বেড়েছে মৃত্যু
please wait

No media source currently available

0:00 0:02:03 0:00
সরাসরি লিংক

ওদিকে টিকার মজুত ফুরিয়ে আসায় বন্ধ হওয়ার পথে টিকাদান কার্যক্রম।চীনের সঙ্গে ক্রয় চুক্তির জটিলতা দেখা দেয়ায় নতুন করে কবে টিকা আসবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে চীন উপহার হিসেবে যে টিকা দিচ্ছে তার দ্বিতীয় চালানের ৬ লাখ ডোজ আগামী ১৩ই জুনের মধ্যে আসতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে।এর আগে ১২ই মে চীনের উপহার হিসেবে দেয়া ৫ লাখ ডোজ টিকা ঢাকা পৌঁছায়।এ টিকা ইতোমধ্যে মেডিকেল শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ শুরু হয়েছে।টিকা সংরক্ষণের কোল্ড চেইন ম্যানেজমেন্টে বাংলাদেশকে সহায়তা দেবে করোনা টিকার বৈশ্বিকজোট-কোভ্যাক্স।বাংলাদেশ এই জোটের কাছে টিকা সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে সহায়তা চেয়েছিল।কোভ্যাক্স এক চিঠিতে সহায়তার আশ্বাস দিয়েছে।

ওদিকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে শিক্ষার্থীদের টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে কবে থেকে কোন টিকা দেয়া হবে তা এখনও স্পষ্ট হয়নি।সরকারি-বেসরকারি প্রায় দেড়শো বিশ্ববিদ্যালয়ে অন্তত সাড়ে ১১ লাখ শিক্ষার্থী রয়েছেন, যাদের টিকা দিতে হবে।

XS
SM
MD
LG