বুধবার সরকারি সূত্রে জানানো হয় উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসো'র সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের উপর সপ্তাহান্তে সন্দেহভাজন জিহাদিদের হামলায় মৃতের সংখ্যা এখন ৫৩তে বৃদ্ধি পেয়েছে I পশ্চিম আফ্রিকার দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যূহ লক্ষ্য করে ৬ বছর আগে জিহাদি সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর, এই হামলা ছিল অন্যতম ভয়াবহ এক আক্রমণ।
নিরাপত্তা সূত্রে একই দিন জানানো হয়, বন্দুকধারীরা পিক আপ ট্রাক ও মোটর সাইকেলে করে রবিবার ভোরের আগে মালির সীমান্তের কাছে ইনাতায় সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের উপর হামলা পরিচালনা করে, যা পরবর্তীতে টানা এক সংঘর্ষে রূপ নেয়I সোমবার মৃতের সংখ্যা ছিল ৩২ জন ছিল বলে জানানো হয়।
সরকারি মুখপাত্র ওসেনি টামবুরা বুধবার জানান, মোট নিহত ৫৩ জনের মধ্যে ৪৯জন ছিলেন সশস্ত্রবাহিনীর সদস্য ও ৪জন সাধারণ নাগরিকI তিনি মন্ত্রী পরিষদের বৈঠকে জানান, সৌভাগ্যবশত সশস্ত্র বাহিনীর ৪৬জন সদস্যকে আমরা জীবন্ত পেয়েছিI
তবে স্থানীয় সূত্র থেকে জানানো হয়, ইনাতার স্থাপনায় কর্মরত ছিলেন ১৫০জন পুলিশ কর্মী, যার অর্থ, মৃতের সংখ্যা আরো বাড়তে পারেI সন্ত্রাসীদের হামলা বন্ধে ব্যর্থতার জন্য পদত্যাগের দাবি নিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন শহরে শত শত লোক প্রতিবাদ জানায়।
প্রেসিডেন্ট রোচ মার্ক খ্রীষ্টান কাবরে, বুধবার খাদ্য সরবরাহের বিষয়সহ সেনাবাহিনীর অভ্যন্তরে নানাবিধ অনিয়মের সমালোচনা করেনI মন্ত্রী পরিষদের বৈঠক ত্যাগের আগে তিনি বলেন, "এটা অগ্রহণযোগ্য এবং আমি সত্যি বুঝতে পারি এ কারণেই জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া"I
টামবুরা এর আগে জানিয়েছিলেন যে,দেশের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর প্রধানকে রবিবারের হামলার পর, তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছেI
(এএফপি)