অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে আবার ও মারাত্মক সহিংসতায় হতাহতের ঘটনা


মিশরে যে গণঅভুত্থানে হোসনে মুবারক ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার তৃতীয় বার্ষিকী উপলক্ষে মিশরের বিভিন্ন অনুষ্ঠানে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারী কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৫ জন মারা গেছে । ও দিকে হাজার হাজার লোক কায়রোর তাহরির স্কোয়ারে সমবেত হয় সরকারের প্রতি সমর্থন জানায়।

ও দিকে সরকার বিরোধীদের সমাবেশটি পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ীবডিও চিত্রে দেখা গেছে যে কায়রোতে সরকার সমর্থকরা বিরোধীদের ওপর ইট পাটকেল ছুড়ছে।
এই সব বিক্ষোভকারীর মধ্যে ছিল , সামরিক বাহিনী স্থাপিত বর্তমান সরকরের বিরোধী এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক।

তারা কায়রোতে বিক্ষোভ করছে এবং সরকার সমর্থকরাও ২০১১ সালের আরব বসন্তের বার্ষিকী উদযাপন করছে রাজধানীর অন্যান্য জায়গায়।

ও দিকে আজ শনিবার সুয়েজের পুলিশ দপ্তরের সামনে বোমা বিস্ফোরিত হয়। একাডেমির সামনে একটি বোমা বিস্ফোরিত হয়। কায়রোর পুলিশৈ একাডেমির কাছে ও বোমা বিস্ফোরণ ঘটে।

এর ঠিক একদিন আগেই কায়রো প্রকম্পিত করা উপর্যুপরি বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। আল কায়দা দ্বারা অনুপ্রাণিত একটি গোষ্ঠি শুক্রবারের ঐ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
XS
SM
MD
LG