কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ দ্বিতীয় দিন সারদা চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করছে।
অভিযোগ ছিল, সারদা সংক্রান্ত বিশেষ তদন্তকারী দল সিটএর প্রধান থাকাকালে রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছেন। এর আগে সিবিআই সেই ব্যাপারে প্রশ্ন করার জন্য বহুবার তাঁকে ডাকলেও তিনি যাননি। কলকাতায় সিবিআই তাঁর বাড়িতে গেলে তাঁকে বাঁচাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে ধর্নায় বসে কেন্দ্রকে আক্রমণ করেন। মমতার কথায় রাজীব বিশ্বের শ্রেষ্ঠ পুলিশদের একজন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব সিবিআইয়ের সামনে হাজির হতে বাধ্য হলেন। শর্ত হলো, জেরা করা হবে নিরপেক্ষ শহর শিলঙে এবং আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। সেই অনুযায়ী গতকাল সিবিআই অফিসারেরা রাজীবের দীর্ঘ আট ঘণ্টা ধরে টানা জেরা করেন। আজ সকাল থেকে আবার জেরা চলছে, তবে দুঁদে পুলিশ অফিসার রাজীব কুমার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাই আজ সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত জেল খাটা তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও সিবিআই শিলঙে তলব করেছে। দু'জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।