আজ ৩০ আগস্ট রবিবার সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে International Day Of The Disappeared . এই আন্তর্জাতিক গুম দিবস পালন নিয়ে আমরা কথা বলি বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক - এ্যাডভোকেট আদিলুর রহমান খানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন।