সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এই প্রথম মুখ খুললো অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী এ এম এ মুহিত জানিয়েছেন, সরকার এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। তীব্র অসন্তুষ্ট অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই মাস আগে ঘটনা ঘটলেও তাকে বাংলাদেশ ব্যাংক বিষয়টি অবহিত করেনি-যাকে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে উল্লেখ করেছেন। অর্থমন্ত্রী জানান, দুই একদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব আসলাম আলম জানিয়েছেন, ফিলিপাইন কতৃপক্ষ সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে। আর ৬৮ হাজার ডলার ফেরত পাওয়া গেছে। ফিলিপাইনে যাওয়ার ৮ কোটি ১০ লাখ ডলার চুরির বাকি অর্থ ফেরত পেতে সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।...ঢাকা থেকে আমীর খসরু