সিডনির মাঠে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালের আগে ভারতের ওপেনার রোহিত শর্মা বলেছেন, পেসার বা স্পিনার যারাই সুবিধা পাক না কেন, ভারত ভীত নয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ভারতের সাথে শক্ত লড়াই হবে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ঈউসুফ রহমান বাবু মনে করেন, হোম গ্রাউণ্ডে অস্ট্রেলিয়া ফেভারিট। তাদের পেস অ্যাটাক ভারতের চাইতে ভালো। তবে এই ম্যাচে ব্যাটসম্যানরা প্রাধান্য বিস্তার করবে। তার সাথে কথা বলেছেন আহসানুল হক।
সাক্ষাৎকারটি শুনতে প্লে বাটনে ক্লিক করুন।