বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ভারতের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য খ্যাত সুন্দরবনের সন্নিকটে রামপালে সরকার যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হাতে নিয়েছে তাতে উদ্বেগ জানিয়েছে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস।
ঢাকায় প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি অভিযোগ করেছে ভারতের সরকারি প্রতিষ্ঠান National Thermal Power Corporation NTPC র এই প্রকল্পে মানবাধিকার ও
পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
প্রতিবেদনে সুপারিশ করা হয় নিরপেক্ষ ও স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে নতুন করে পরিবেশগত
প্রভাব মূল্যায়ন করতে হবে। এ মূল্যায়নের ফলাফল না পাওয়া পর্যন্ত রামপাল বিদ্যুৎ কেন্দ্র
প্রকল্পের সব ধরনের নির্মাণ ও অন্যান্য কাজ কর্ম স্থগিত রাখতে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।