কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে জরুরী নয় এমন কর্মীদের জন্যে সিএনএন যুক্তরাষ্ট্রের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে। শনিবার এক অভ্যন্তরীণ মেমোতে সিএনএন কর্মচারীদেরকে এটা জানানো হয়েছে বলে রিপোর্ট করেছে রয়টার্স।
এটিঅ্যান্ডটি ইনক এর ওয়ারনার মিডিয়া ডিভিশনের অংশ, সিএনএন এর যেসব কর্মীর অফিসে গিয়ে কাজ করার দরকার নেই তাদের জন্যে সব অফিস বন্ধ করা হবে বলে ঐ অভ্যন্তরীণ মেমোতে বলা হয়। সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকার মেমোতে বলেন, “আমরা এটা করছি সতর্কতা অবলম্বনের লক্ষ্যে। কর্মীর সংখ্যা কমানোর পর যারা অফিসে কাজ করবেন এটি তাদেরকেও সুরক্ষা দেবে”। যারা অফিসে থাকবেন তাদের জন্য সর্বক্ষণ মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মেমো অনুযায়ী সংবাদ মাধ্যমটি কর্মী সংখ্যা কমানোর মাধ্যমে তাদের স্টুডিও এবং নিয়ন্ত্রণ কক্ষেরও পরিবর্তন করবে। এই খবর প্রথম প্রচারিত হয় ওয়াল স্ট্রিট জার্নালে। অফিসে যাওয়ার বা বাইরে কাজ করার শর্ত হিসাবে সিএনএন-এর সকল কর্মীর জন্যে কভিড-১৯-এর টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত আগস্ট মাসে প্রতিষ্ঠানটি টিকা না নিয়ে অফিসে যাওয়ার কারণে তিনজনকে বরখাস্ত করে।