অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সিচুয়ানে প্রদেশে ভূমিকম্পে অন্তত ১৫০ নিহত ও আহত আরো তিন হাজার


চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, চীনের পশ্চিমাঞ্চলীর সিচুয়ানে প্রদেশে শনিবার সকালে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫০ জন নিহত এবং আহত হয়েছে আরো প্রায় তিন হাজার মানুষ।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে এবং উদ্ধার ততপরতা এখনো চলিয়ে যাওয়া হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে লুসান কাউন্টিতে স্থলপথে যাওয়ার সম্ভব হচ্ছে নয় এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
চীনা সামরিক বিভাগ আকাশ থেকে তোলা কিছু চিত্র প্রকাশ করেছে --- ঐ এলাকার কিছু বাড়ী ধ্বংস হয়েছে এবং গ্রামের কিছু এলাকা ইট পাথরের নীচে চাপা পরে মাটিতে মিশে গিয়েছে।
চীনের প্রধানমন্ত্রী লি কেপিয়াং উদ্ধার তৎপরতা দেখার জন্য দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন ।

ভূমিকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ০ । তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং তা ব্যাপক ধ্বংসক্ষম হতে পারে। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে‍ ছিল।
XS
SM
MD
LG