চীন আফগানিস্তানের নিরাপত্তা এবং পূনঃগঠন সম্পর্কে একটি আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র এবং নেটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর সেখানে চীনের ব্যাপক ভূমিকার কথাই ঐ বৈঠকে উল্লেখ করা হয়।
চীনের প্রধানমন্ত্রী লী কেকোয়াং এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি মন্ত্রীপর্যায়ের বৈঠকের উদ্বোধণী অনুষ্ঠানে যোগ দেন। চীনের রাজধানী বেজিং-এ ঐ বৈঠক অনুষ্ঠিত হয়।
চীন আফগানিস্তানকে এ বছর ৮কোটি ২০লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা লক্ষ্যে তারা আগামি পাঁচ বছর আরও ২৪ কোটি ৫০ লক্ষ ডলার সাহায্যে দেবে।