অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী-২৫ হাজার সিরিয় শরনার্থীর পুনর্বাসনের পরিকল্পনা ঘোষনা করবেন আজ


ক্যানাডার নব-নির্বাচীত প্রধানমন্ত্রী জাস্টীন ট্রুডো-ক্যানাডায় , এবছরেই ২৫ হাজার সিরিয় শরনার্থীকে পুনর্বাসিত করা হবে বলে তাঁর যে পরিকল্পনা রয়েছে আজ মঙ্গলবার সেকথা ঘোষনা করবেন।

আনুষ্ঠানিক এ ঘোষনার আগেই তামাম মধ্যপ্রাচ্য জুড়ে মানবিক-ত্রাণ কর্মিরা আসছে ছ’ সপ্তাহের ভেতরেই বিপুল সংখ্যক ঐ শরনার্থীদের বিমানযোগে ক্যানাডা পৌঁছিয়ে দেবার উদ্যোগ-প্রয়াস শুরু করেছেন জোরেশোরে।সিরিয়ায়,বিগত সাড়ে চার বছরের যে গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ বিনাশ ঘটেছে তার পর এতো ব্যাপক-বিশাল মাত্রায় শরনার্থীদের বিমান পরিবহন আর কখনো হয়নি।

জেনিভার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে- ক্যানডার তরফের সবুজ সংকেতের জন্যে তাঁর এখন অপেক্ষা করে রয়েছেন।

ওদিকে ক্যানাডায় এক সমিক্ষা চালিয়ে দেখা গিয়েছে- ক্যানাডার অর্ধেকের সামান্য কিছু বেশি লোক ট্রুডোর এহেন প্রস্তাবের বিরোধীতা করছেন- এ পরিকল্পনার সমর্থনে রয়েছেন ৪১ শতাংশ মানুষ।

XS
SM
MD
LG