ক্যামারুনে কর্তৃপক্ষ বলেছে শনিবার উত্তরাঞ্চলের মারুয়া শহরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২০জন নিহত হয়েছে। তিন দিন আগে ওই একই শহরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২০জন নিহত হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় এক কিশোরী বোমা হামলাকারী এক জনপ্রিয় নাইটক্লাবে বোমা বিস্ফোরণ ঘটায়। সামরিক কর্মীরা এবং উদ্ধারকর্মীরা, যারা প্রাণে বেচেছেন তাদের উদ্ধার কাজের অভিযান শুরু করে। ফরাসী সংবাদ সংস্থা এএফপি ক্যামারুনের টেলিভিশন রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছে ৭৯ জন আহত হয়।
এখনও কেউ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কিন্তু কর্তৃপক্ষ বলেছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে নাইজেরিয়ার চরমপন্থী গ্রুপ বোকো হারাম এই বিস্ফোরণ ঘটিয়েছে।