অ্যাকসেসিবিলিটি লিংক

বুরুন্ডির সহিংসতা বন্ধে উগান্ডার মধ্যস্ততা


শনিবার উগান্ডা সরকার জানায় যে বুরুন্ডির মারণাত্মক রাজনৈতিক হিংসা হানাহানি বন্ধের প্রয়াসে বুরুন্ডি সরকার ও বিরোধী গ্রুপগুলির মধ্যে মধ্যস্ততায় তারা রাজি আছে I কাম্পালায় সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে উগান্ডার প্রতিরক্ষা মন্ত্রী জানান যে বুরুন্ডির ক্ষমতাসীন পার্টিসহ ১৪ টি বিরোধীদল ও সুশীল সংগঠন ডিসেম্বরের ২৮ তারিখে আলোচনায় মিলিত হবেন , যেখানে মধ্যস্ততা করবেন উগান্ডার প্রেসিডেন্ট ইউএরি মুসাভেনি I বুরুন্ডি সরকার ও বিরোধী জোট এই শান্তি আলোচনা উদ্যোগের প্রশংসা করেছে I

আফ্রিকি ইউনিয়ন ও নিরাপত্তা পরিষদ এ সপ্তাহে ৬ মাসের জন্য ৫০০০ শান্তিরক্ষী মোতায়েনের অনুমোদন দিয়েছে I

XS
SM
MD
LG