অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসোর ওয়াগাডুগু শহরের একটি অভিজাত হোটেলে বিস্ফোরন।


This image from video by Associated Press Television, shows the scene of an attack on a hotel in Ouagadougou, Burkina Faso, Friday, Jan. 15, 2016.
This image from video by Associated Press Television, shows the scene of an attack on a hotel in Ouagadougou, Burkina Faso, Friday, Jan. 15, 2016.

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর একটি অভিজাত হোটেলে বিস্ফোরন এবং বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

ওয়াগাডুগু শহরের এই হোটেলটিতে সাধারনত বিদেশীরা অবস্থান করে থাকেন। হোটেলটির সামনে একটি গাড়িকে জ্বলন্ত আবস্থায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছে, বেশ কয়েকজন বন্দুকধারীকে রাস্তার ওপারের ক্যাফে থেকে হোটেলের নিরাপত্তাকর্মীদের সাথে গুলি বিনিময় করতে দেখা যায়।

একজন উচ্চ পদস্থ নিরাপত্তাকর্মী বলেছেন, একজন বন্দুকধারী হোটেলের ভেতর ঢুকে বেশ কয়েকজন কে জিম্মি করে রেখেছে।

ফরাসী দূতাবাস এই ঘটনাকে সন্ত্রাসী আক্রমন বলে অভিহিত করেছে।

XS
SM
MD
LG