অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাসেলস এ সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি


বেলজিয়ামের কর্তৃপক্ষ ব্রাসেলস শহরের জন্য সম্ভাব্য সন্ত্রাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে। আট দিন আগে প্যারিসে সংঘটিত যে সন্ত্রাসী হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছেন , ব্রাসেলস এ সে রকম আক্রমণ হবার আশঙ্কার কথা কর্তৃপক্ষ বলছে।

প্রধানমন্ত্রী চার্লস মিশেল আজ জানিয়েছেন যে প্যারিসের মতো হামলা সংঘটিত হতে পারে এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর , সতর্ক মাত্রা সর্বোচ্চ চার এ উন্নীত করা হয়। এক সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রী বলেন যে এ রকম একটা উদ্বেগ রয়েছে যে বেশ কিছু ব্যক্তি অস্ত্র শস্ত্র এবং বিস্ফোরক নিয়ে সম্ভবত কয়েকটি স্থানে আক্রমণ চালাতে পারে।

এর আগে জারি করা নিরাপত্তা বিষয়ক এক বিবৃতিতে নাগরিকদের , গানের অনুষ্ঠান , দোকান পাট কিংবা ট্রেন বা বাস স্টেশনের মতো ভীড়ের জায়গা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়।

পুলিশের সুপারিশের কারণে অন্তত রোববার পর্যন্ত কর্তৃপক্ষ ব্রাসেলস এর মেট্রো বন্ধ রেখেছে।

XS
SM
MD
LG