অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের প্রতিনিধিরা রাশিয়ায় শীর্ষ সম্মেলনের জন্যে সমবেত হয়েছেন


ব্রিক্স ভুক্ত পাঁচটি দেশ , ব্রাজিল, রাশিয়া , ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ান উফা শহরে সমবেত হচ্ছেন।

এই গোষ্ঠিটি দশহাজার কোটি ডলারের একটি মুদ্রা তহবিল এই মাস থেকে চালু করছে যা কীনা মনে করা হচ্ছে বিশ্ব মুদ্রা তহবিলের বিকল্প হিসেবে কাজ করতে পারে।

আশা করা হচ্ছে ব্রিকস এর নতুন উন্নয়ন ব্যাঙ্ক আগামি বছর থেকে ব্রিক্সভুক্ত পাঁচটি দেশের অবকাঠামো মূলক প্রকল্পে অর্থায়ন শুরু করবে। মঙ্গলবার প্রাক-শীর্ষ সম্মলেন বৈঠকে এই পাঁচটি দেশের প্রতিনিধরা তাদের পরিকল্পনা এবং অবদানের বিষয়টি চূড়ান্ত করে ফেলেন ।

ব্রিক্স ভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন বিষয় হচ্ছে যে তারা অপেক্ষাকৃত নতুন শিল্পায়িত দেশ , তাদের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ প্রভাব ও রয়েছে।

এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট ঝি জিনিপং, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ , ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা

XS
SM
MD
LG