নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন, বোকো হারাম জঙ্গীরা নিজারের সীমান্তবর্তী একটি শহর থেকে শত শত মানুষকে অপহরণ করেছে। অপহৃতদের মধ্যে শিশুরাও রয়েছে।
নাইজেরিয়া সরকারের মুখপাত্র মাইক ওমেরি দি এসোসিয়েটেড প্রেসকে বলেছেন, জঙ্গীরা বোর্নো রাজ্যের দামাসাক শহরবাসীদের অপহরণ করেছে। এ মাসের গোড়ার দিকে তারা ঐ শহর ত্যাগ করে।
ওমেরি আরো বলেছেন, ইসলামী জঙ্গীবাদীরা দামাসাকের প্রাথমিক স্কুলগুলোতে সব ছাত্র-শিক্ষকদের জড়ো করে এবং তাদের নিয়ে শহর ত্যাগ করে।
মুখপাত্র ঠিক কয়জনকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সংখ্যা ৫শ হতে পারে।