দৃষ্টিসীমা যত দূর যায় শুধু পানি আর পানি। নদীর বুকে গড়ে ওঠা চরগুলোর বাসিন্দারা সেই পানির মধ্যেই হাবুডুবু খাচ্ছে এখন। বাংলাদেশের উত্তরের জেলাগুলোর উপদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনাসহ প্রায় সবগুলো নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এসব নদ নদীর অববাহিকায় গড়ে ওঠা চরগুলোর মানুষ পানিবন্দী হয়ে আছে।
এসব প্রত্যন্তচরগুলোতে আটকে পড়া মানুষের কাছে ত্রাণ সহযোগিতাও যাচ্ছে না এমন অভিযোগও জোড়ালো ভাবে করছেন তারা। পানিবন্দী হয়েই এসব মানুষ অসহায় হয়ে পড়ে আছেন চরগুলোতে।