২০১৫ সালে ৪ জন ব্লগারসহ বাংলাদেশে এ পর্যন্ত ৫ জন ব্লগার নিহত হয়েছেন। ব্লগার হত্যাকান্ডগুলোর পরে এর দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠনগুলো। কিন্তু এর সত্যাসত্য যাচাইসহ ব্লগার হত্যাকান্ডের তদন্ত কাজই এখন পর্যন্ত খুব একটা এগোয়নি। ওইসব হত্যাকান্ডের পরে ব্লগাররা নিদারুন ভীতির জীবন কাটাচ্ছেন। অনেকে ভয়ে দেশত্যাগও করেছেন। এমনই এক পরিস্থিতিতে দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের ঘটনা এবং এর দায় আইএস স্বীকার করায় ব্লগারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা আরো অনেকগুনে বেশী উদ্বিগ্ন, শংকিত ও ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছেন।
শাম্মী হক একজন ব্লগার। হুমকি পেয়েছেন অসংখ্যবার। বর্তমানে পুলিশী নিরাপত্তা দেয়া হয়েছে তাকে। শাম্মী হক ভয়েস অফ আমেরিকা-কে বলেছেন দু’জন বিদেশী নাগরিক হত্যাকান্ডের পরে তার আরো বেশী উদ্বিগ্ন,শংকিত হয়ে পড়ার কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং ব্লগারদের স্বার্থরক্ষায় সোচ্চার বাপ্পাদিত্য বসু। তিনি জানিয়েছেন তার প্রতিক্রিয়াও। ব্লগার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়রা বলছেন, সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার হলেই কেবল সমস্যার সমাধান সম্ভব।ঢাকা থেকে আমীর খসরু।