যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আজ আইসল্যান্ডের রেইকজাভিকে আর্কটিক কাউন্সিল বা সুমেরু পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময়ে এক পার্শ্ব বৈঠকে মিলিত হচ্ছেন। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কুটনীতিকদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন দু দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে । এই বৈঠক, আগামি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে নির্ধারিত শীর্ষ বৈঠকের প্রস্তুতির পথ খুলে দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে বুধবার বিকেলের এই অধিবেশন এই প্রস্তাব পরীক্ষা করার একটা সুযোগ এনে দেবে যে আমরা মস্কোর সঙ্গে স্থিতিশীল এবং ভবিষ্যত্ আচরণ বোঝার মতো সম্পর্ক পেতে পারবো কী না । গতকাল ব্লিংকেন আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেন যে সুমেরু অঞ্চলের সামরিকীকরণ এড়াতে হবে। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এক যৌথ মিডিয়া ব্রিফিং ‘এ ব্লিংকেন বলেন , “ আমরা দেখেছি রাশিয়া নৌ চলাচলের বে-আইনি দাবি করছে , বিশেষত উত্তর সাগরের পথ ধরে তার বিদেশি জাহাজগুলোর চলাচল , আন্তর্জাতিক আইনের পরিপন্থি। ব্লিংকেনের এই মন্তব্যের ঠিক একদিন আগে লাভরভ পশ্চিমি রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছিলেন যে তাঁরা যেন সুমেরু অঞ্চলে তাদের অধিকার দাবি না করে।
.